শেয়ার আছে, ক্রেতা নেই!

শেয়ার আছে, ক্রেতা নেই!

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৩১ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। ব্যাংক খাতের ২২টি, প্রকৌশল খাতের ১৮টি কোম্পনি ক্রেতাশূন্য।
এছাড়া ক্রেতা হারিয়েছে জ্বালানি বিদ্যুৎ খাতের ১৪টি, মিউচ্যুয়াল ফান্ড, আর্থিক খাতের ১২টি, বীমা খাতের ৬টি, খাদ্য খাতের ৫টি, বিবিধ, টেলিকমিউনিকেশন খাতের ৩টি, সিমেন্ট, সেবা, কাগজ খাতের ২টি, আইটি, ট্যানারি ভ্রমণ খাতের ১টি কোম্পানি।

#তমহ/বিবি/৯মার্চ২০২৩


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: বুধ, মার্চ ৮, ২০২৩ ১১:০৬ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!