সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু...

সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু...

আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারাদেশে টিসিবির তালিকাভুক্ত এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে অক্টোবর মাসের পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ। তেল, চিনি ও ডালের পাশাপাশি এবার পেঁয়াজও পাবেন ভোক্তারা।

এর আগে সেপ্টেম্বরে টিসিবি নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ শুরু করে। এবার ২ লিটার সয়াবিনের দাম কমছে ২০৫ টাকা। অপরিবর্তিত থাকছে মসুর ও চিনির দাম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন মিয়া এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

ডিলারদের নির্ধারিত স্থান বা দোকান থেকে এটি পরিচালিত হবে। প্রত্যেক কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৬৫ টাকায় কেজি দরে ২ কেজি মসুর ডাল, ২২০ টাকায় ২ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

#তমহ/বিবি/১৭-১০-২০২২

ক্যাটেগরী: ব্যবসা

ট্যাগ: ব্যবসা

ব্যবসা ডেস্ক, বিবি সোম, অক্টোবর ১৭, ২০২২ ২:১৪ পূর্বাহ্ন

Comments (Total 0)