করোনায়ও নয়া কোটিপতি!

করোনায়ও নয়া কোটিপতি!

করোনাভাইরাসে স্থবির বিশ্ব অর্থনীতি। কিন্তু বাংলাদেশ এর আঁচ এখন পর্যন্ত কম। বরং দেশে বেড়েছে কোটিপতির সংখ্যা।

গত এপ্রিল থেকে সেপ্টেম্বর এই ছয় মাসে দেশে নতুন কোটিপতি হয়েছেন চার হাজার ৮৬৫ জন। এমন তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদের তথ্যমতে, দেশে এখন মোট কোটিপতির সংখ্যা অন্তত ৮৭ হাজার। এর মাধ্যমে অবশ্য দেশে অর্থনৈতিক বৈষম্য প্রকট হচ্ছে এমন চিত্র দেখছেন অর্থনীতিবিদদের একাংশ।

এদিকে সূত্র জানায়, বিদায়ী ২০২০ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে এক কোটি থেকে ৫০ কোটি বা তার বেশি আমানত ব্যাংকে আছে এমন হিসাব বেড়েছে চার হাজার ৮৬৫টি। এতে সেপ্টেম্বর মাসের শেষে এসে দেশে কোটিপতির সংখ্যা দাঁড়ায় ৮৭ হাজার ৫০০ জন। সবমিলিয়ে তাদের সম্পদ পাঁচ লাখ ৫৪ হাজার কোটি টাকা।

এই অর্থ মোট আমানতের ৪২ দশমিক দুই শতাংশ। আর সেপ্টেম্বর শেষে ব্যাংক আমানত ছিল ১৩ লাখ কোটি টাকা। ৩ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক এসব তথ্য প্রকাশ করেছে।

#তমহ/বিবি/১১ ০১ ২০২১


অর্থনীতি ডেস্ক, বিবি
Published at: রবি, জানুয়ারী ১০, ২০২১ ৯:৫৯ পূর্বাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!