রুবলের দাম কমছে...

রুবলের দাম কমছে...

ইউক্রেনে সেনা অভিযানের জেরে রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলো এবং ইউরোপিয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পরই রেকর্ড দর পতন হয়েছে দেশটির মুদ্রা রুবলের।

সোমবার সকালে ডলারের বিপরীতে ৩০ শতাংশের বেশি দর কমে যায় দেশটির মুদ্রার।

এই সময়ে প্রতি ডলার বিনিময় হয়েছে ১১৯ রুবলে। ইউরোপের দুই দেশের এই সংকটে ইউরোর দরও কমেছে দশমিক সাত ছয় ভাগ।

আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফট থেকে রাশিয়ার প্রধান ব্যাংকগুলোর উপর নিষেধাজ্ঞা, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক রিজার্ভ ব্যবহার করা থেকে বিরত রাখাসহ বেশ কিছু নিষেধাজ্ঞা আসার পরই রুবলের দর কমে যায় বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

লোকসান থেকে বাঁচতে এখন নিরাপদ বিনিয়োগ বেশি করেছেন বিনিয়োগকারীরা। এতে বন্ডের পাশাপাশি মার্কিন ডলার এবং চীনা ইয়েনের মতো আন্তর্জাতিক মুদ্রায় বিনিয়োগ বেড়ে গেছে। বিনিয়োগ কমেছে রুবলে।

গত বৃহস্পতিবার পুতিনের যুদ্ধঘোষণার পরই রাশিয়ার বাজারে শেয়ার সূচকে ৩৩ শতাংশ পতন ঘটে। ডলারের নিরিখে রাশিয়ার মুদ্রা রুবলের রেকর্ড পতন ঘটে। ফোর্বস জানিয়েছে, রাশিয়ার শীর্ষ পাঁচ ধনকুবের–আলেকপেরভ, মিখেলসন, মোরদাশভ, পোতানিন এবং কেরিমভ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন।

#তমহ/বিবি/০৩ ০৩ ২০২২


অর্থনীতি ডেস্ক, বিবি
Published at: বুধ, মার্চ ২, ২০২২ ৫:৩৮ পূর্বাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!