৩০ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বন্ধ

৩০ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে কোনো ফ্লাইট পরিচালনা করবে না রাষ্ট্রায়ত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ এপ্রিল বিমান এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়। যা বেড়ে এবার ৩০ এপ্রিল হলো। অর্থাৎ ছয় দিনের মাথায় আরেকবার ফ্লাইট বন্ধের ঘোষণা এলো।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, এ নিষেধাজ্ঞা আপাতত মোট ১৬টি দেশ এর ক্ষেত্রে কার্যকর হবে। দেশগুলো হচ্ছে বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য।

তবে কার্গো, ত্রাণ সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

করোনাভাইরাসের কারণে গত ২১ মার্চ রাত ১২টা থেকে ইংল্যান্ড, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। পরে অবশ্য ২৮ মার্চ চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে চলাচলকারী ফ্লাইট আগামী ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে বিশ্বের ১৮টি রুটে ফ্লাইট পরিচালনা করত। এসব রুটে বিমানের সাপ্তাহিক ফ্লাইট ছিল ২১৮টি।


জাতীয় ডেস্ক, বিবি
Published at: শুক্র, এপ্রিল ১০, ২০২০ ৮:২০ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!