সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশি

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশি

সিঙ্গাপুরে তিনজন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশের এবং অন্য দুজন সিঙ্গাপুরের নাগরিক।

সিঙ্গাপুর থেকে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশের এক নাগরিকের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। মোস্তাফিজুর রহমান বলেন, সিঙ্গাপুরের কর্তৃপক্ষ বাংলাদেশের এক কর্মীর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য আমাদের জানিয়েছেন। নিরাপত্তার খাতিরে ৩৯ বছরের ওই বাংলাদেশির পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

আশা করছি, সোমবারের মধ্যে তার সম্পর্কে বিস্তারিত জানতে পারব। এ মুহূর্তে ভাইরাস আক্রান্ত ওই বাংলাদেশিকে এখন ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিস বা এনসিআইসিডিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাঁর স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনীয় যা যা করার হাইকমিশনের পক্ষ থেকে তা করা হবে।

#এসএস/বিবি/০৯ ০২ ২০২০


বিশ্ব ডেস্ক, বিবি
Published at: শনি, ফেব্রুয়ারী ৮, ২০২০ ৯:১৭ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!