'আজহারী হুজুর জামায়াতী'

'আজহারী হুজুর জামায়াতী'

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন সাম্প্রতিক সময়ে আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীকে জামায়াতের প্রোডাক্ট । তিনি বলেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে আজহারীসহ কিছু বক্তা অত্যন্ত সূক্ষ্মভাবে জামায়াতের প্রচারণা চালাচ্ছেন।

বর্তমানে প্রকাশ্যে জামায়াতের রাজনীতির সুযোগ না থাকায় কৌশলে বিভিন্ন ওয়াজ মাহফিলে এসব বক্তা জামায়াতের পক্ষে কথাবার্তা বলছেন। ২৮ জানুয়ারি জামালপুর শহরের গৌরিপুর কাছারী এলাকায় নির্মাণাধীন ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের কাজ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘তারা (জামায়াতপন্থী বক্তারা) কোরআন হাদিসের যেসব ব্যাখ্যা দেন এর অধিকাংশই মিথ্যা। মূলত মিথ্যার আশ্রয় নিয়ে তারা আজেবাজে কথা বলেন।’

শেখ আবদুল্লাহ বলেন, ‘ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ধর্মীয় বিষয়ে বিতর্কিত বক্তব্যগুলো সরকারের নজরে এসেছে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে।’ এ সময় তিনি এসব বক্তাকে সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা প্রশাসক মো. এনামুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ।


রাজনীতি ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, জানুয়ারী ২৮, ২০২০ ৬:০৯ পূর্বাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!