পদক পাচ্ছে ৬০ বিজিবি

পদক পাচ্ছে ৬০ বিজিবি

চার ক্যাটাগরিতে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালের জন্য পদক পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ সদস্য। এরমধ্যে মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামও রয়েছেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি পদকপ্রাপ্তদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়।

গেজেটের তথ্য অনুসারে, বর্ডার গার্ড বাংলাদেশ পদক পাচ্ছেন ১০ জন, রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক পাচ্ছেন ২০ জন, বর্ডার গার্ড বাংলাদেশ পদক (সেবা) পাচ্ছেন ১০ জন এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (সেবা) পাচ্ছেন ২০ জন।

বর্ডার গার্ড বাংলাদেশ পদকপ্রাপ্তরা নগদ এককালীন ১ লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে ১ হাজার ৫০০ টাকা করে পাবেন। রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক ও বর্ডার গার্ড বাংলাদেশ পদক (সেবা) প্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে ১ হাজার টাকা করে পাবেন।

রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (সেবা) প্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে ১ হাজার টাকা করে পাবেন।

#এসএস/বিবি/০৬ ১২ ২০১৯


জাতীয় ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, ডিসেম্বর ৫, ২০১৯ ৪:৪৯ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!