জয়ে ফিরল চেলসি
উইলিয়ানের নৈপুণ্যে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল চেলসি। মাঝ পথে দিক হারিয়ে ফেলা চেলসির খেলায় মিলল কক্ষপথে ফেরার আভাস।
প্রতিপক্ষের মাঠে ২ ০ গোলে জিতেছে চেলসি। এই প্রথম সাবেক কোনো দলের বিপক্ষে ঘরের মাঠে হারের তেতো স্বাদ পেলেন জোসে মরিনিয়ো।
লিগে আগের দুই ম্যাচে হারা চেলসি এগিয়ে যায় দ্বাদশ মিনিটে। শর্ট কর্নার থেকে মাতেও কোভাচিচের পা ঘুরে বল ফিরে পান উইলিয়ান। দ্রুত গতিতে ভেতরে ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
যোগ করা সময়ে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়ান। বল ক্লিয়ার করতে গিয়ে টটেনহ্যাম কিপার পাওলো গাসানিগা মার্কোস আলনসোকে ফাউল করলে প্রথমে ফ্রি কিক দেন রেফারি। পরে ভিএআর রিভিউয়ে সিদ্ধান্ত পাল্টে দেন পেনাল্টি।
৫৫তম মিনিটে টটেনহ্যামের জালে বল পাঠান ট্যামি আব্রাহাম। তবে তরুণ এই স্ট্রাইকার অফসাইডে থাকায় গোল পায়নি চেলসি। ৬২তম মিনিটে বড় একটা ধাক্কা খায় টটেনহ্যাম। আন্টোনিও রুডিগারকে ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে সন হিয়ুং মিনকে লাল কার্ড দেখান রেফারি।
স্বাগতিকদের একজন কমে যাওয়ার সুবিধা কাজে লাগিয়ে ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি চেলসি। ১০ জনের দল নিয়ে দারুণ চেষ্টা করলেও হার এড়াতে পারেনি টটেনহ্যাম। নিজের সাবেক কোচ মরিনিয়োর বিপক্ষে প্রথম লড়াইয়ে জয়ের হাসিতে মাঠ ছাড়েন ল্যাম্পার্ড।
এই জয়ে ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে চেলসি। ২৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে টটেনহ্যাম। ১৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লেস্টার সিটি। এক পয়েন্ট নিয়ে তাদের পেছনেই আছে ম্যানচেস্টার সিটি। ২৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে আসরের চমক শেফিল্ড ইউনাইটেড।
দিনের অন্য ম্যাচে তলানির দল ওয়াটফোর্ডের বিপক্ষে ২ ০ গোলে হেরে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ২৫ পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে।
#এসএস/বিবি/২৪ ১২ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি