পোশাক রপ্তানিতে ইতিবাচক ধারা...

পোশাক রপ্তানিতে ইতিবাচক ধারা...

তৈরি পোশাকখাতের নতুন বাজারে গত সদ্য বিদায়ী অর্থবছরে ৮৩৭ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এরমধ্যে তিন শীর্ষ গন্তব্য জাপান, অস্ট্রেলিয়া ও ভারত, প্রত্যেকটিতেই রপ্তানি ছাড়িয়েছে ১০০ কোটি ডলার।

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ-এর দেয়া এক পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়েছে, দেশের মোট তৈরি পোশাক রপ্তানির ১৮ শতাংশের গন্তব্য এখন নতুন বাজার।

বিজিএমইএ বলছে, বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে পোশাক রপ্তানি হয়েছে ৪ হাজার ৬৯৯ কোটি ডলারের। এরমধ্যে নতুন বাজারে গিয়েছে ৮৩৭ কোটি ডলারের পোশাক। এই রপ্তানি গত ২০২১-২২ অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৮২ শতাংশ বেশি। আগের বছর রপ্তানি হয়েছিল ৬৩৭ কোটি ডলারের পোশাক।

নতুন বাজারগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জাপান। দেশটিতে রপ্তানি হয়েছে ১৬০ কোটি ডলারের পোশাক। দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়াতে গিয়েছে ১১৬ কোটি আর তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশি দেশ ভারতে গিয়েছে ১০১ কোটি ডলারের পোশাক।

#তমহ/বিবি/১৫জুলাই২০২৩

ক্যাটেগরী: ব্যবসা

ট্যাগ: ব্যবসা

ব্যবসা ডেস্ক, বিবি শনি, জুলাই ১৫, ২০২৩ ৯:২০ পূর্বাহ্ন

Comments (Total 0)