ক্ষেপণাস্ত্রের প্রভাব শেয়ার মার্কেটে!

ক্ষেপণাস্ত্রের প্রভাব শেয়ার মার্কেটে!

জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার খবরে দক্ষিণ কোরিয়া ও জাপানের বাজারে বেড়ে গেছে কিছু কোম্পানির শেয়ারের দাম। কোম্পানিগুলো প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম উৎপাদন করে থাকে। খবর সিএনবিসির।

খবর অনুসারে, ৪ অক্টোবর মঙ্গলবার উত্তর কোরিয়ার ছোঁড়া একটি ব্যালাস্টিক মিসাইল জাপানের উপর দিয়ে উড়ে যায়। জাপানের উপর দিয়ে কোরিয়ার মিসাইল উড়ে যাওয়ার ঘটনা গত পাঁচ বছরের মধ্যে এটিই প্রথম। কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করার পর পুঁজিবাজারে এর প্রভাব পড়ে।
এদিন দক্ষিণ কোরিয়াযর পুঁজিবাজারে বিমানের ইঞ্জিন প্রস্তুতকারক হানওয়া অ্যারোস্পেসের শেয়ারের দাম ৩ শতাংশের বেশি বেড়ে যায়। ফাইটার জেট উৎপাদনকারী প্রতিষ্ঠান কোরিয়া অ্যারোস্পেসের শেয়ারের দাম বাড়ে প্রায় ৪ শতাংশ। সামরিক সরঞ্জাম উৎপাদন কোম্পানি ভিক্টেক ১১ শতাংশের এরও বেশি দর বেড়েছে।
জাপানের প্রতিরক্ষা, মহাকাশ এবং সামরিক যন্ত্রপাতি উৎপাদনকারী কোম্পানি কোম্পনি মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বেড়েছে ৩ শতাংশের বেশি।

জাপানি প্রতিরক্ষা বাহিনীর জন্য ফ্লেয়ার বোমা উৎপাদনকারী প্রতিষ্ঠান হোসোয়া পাইরো ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ।
মিসাইল উৎক্ষেপনের এ ঘটনায় অনুমান করা হচ্ছে, উত্তর কোরিয়া আগামী দুয়েক মাসের মধ্যে পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে। এতে দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়তে পারে, তৈরি হতে পারে যুদ্ধের আশংকা। আর সেটি হলে যুদ্ধাস্ত্রের চাহিদা বেড়ে যাবে, বাড়বে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মুনাফা এই ধারণা থেকে বিনিয়োগকারীরা আলোচিত কোম্পানিগুলোর শেয়ারে ঝুঁকে পড়ে। তাতেই এসব শেয়ারের দাম বাড়তে থাকে তরতরিয়ে।

#তমহ/বিবি/০৫ ১০ ২০২২


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, অক্টোবর ৪, ২০২২ ১:২৮ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!