ঘরে বসেই খুলুন অ্যাকাউন্ট

ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে ব্যাংকিং সেবা নেয়ার দিন ফুরিয়ে গেছে বেশ কিছুদিন আগেই। যদিও যারা প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে পারেন না তাদের কাছে এখনও ব্যাংকে গিয়ে ব্যাংকিং করা সহজ। তবে দিন দিন কার্ড ব্যবহার ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার বেড়ে চলেছে আমাদের দেশে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক ই-কেওয়াইসি সুবিধা চালুর মাধ্যমে অনলাইনেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহজ করে দিয়েছে।
ই-কেওয়াইসি বা ইলেকট্রনিক নো ইওর ক্লায়েন্ট ব্যবস্থা ডিজিটাল পদ্ধতিতে আপনার পরিচয় নিশ্চিত হবার মাধ্যমে অনলাইনেই ব্যাংক অ্যাকাউন্ট খোলাকে সম্ভব করেছে। প্রথমে বাংলাদেশে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে এই সেবা চালু হলেও ধীরে ধীরে তা সাধারণ ব্যাংকগুলোতেও ব্যবহার হচ্ছে। ২০২০ সালে বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করার পর বাংলাদেশের সকল নামী ব্যাংকগুলোই অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করেছে।
অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলা খুবই সহজ ও দ্রুত। ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আপনাকে বিশাল একটি ফর্ম পূরণ করতে হয় এবং বিভিন্ন রকম কাগজপত্র প্রদান করতে হয়। একারণে অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আগ্রহী হন না। তবে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে খুব বেশি কিছু দরকার হয় না এবং কোন হাতে লেখা ফর্ম পূরণ ছাড়াই অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর পাওয়া যায়। এই পোস্টে আমরা জানাবো ই-কেওয়াইসি ব্যবহার করে কীভাবে আপনি সহজেই অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং বিভিন্ন জনপ্রিয় ব্যাংক কীভাবে এই সেবা দিচ্ছে।
ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যা যা দরকার হবে
অনলাইনে ই-কেওয়াইসির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সব ব্যাংকেই কিছু সাধারণ জিনিস আপনার দরকার হবে। তাই এসব কাগজপত্রের ছবি স্ক্যান করে বা ছবি তুলে আগেই সাথে রাখুন।
আপনার এনআইডি কার্ডের সামনের এবং পেছনের পরিষ্কার ছবি / পাসপোর্ট / জন্মসনদ
আপনার নমিনির এনআইডি কার্ডের সামনের এবং পেছনের পরিষ্কার ছবি
নমিনির ছবি
আপনার ঠিকানা প্রমাণ করতে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল বা অন্য ব্যাংকের স্টেটমেন্ট যেখানে আপনার পূর্ণ ঠিকানা লেখা থাকবে এমন কোন কাগজের ছবি
ই-টিন (যদি থাকে) তার ছবি
আপনার ছবিও দরকার হবে। তবে এক্ষেত্রে আপনার ছবি সরাসরি তুলতে হবে আপনার স্মার্টফোনের মাধ্যমে। ছবি তুলবার সময় আপনাকে চোখের পাতা খুলে বন্ধ করতে বলবে আপনি নিজেই এই অ্যাকাউন্ট খুলছেন সেটি যাচাইয়ের জন্য। এছাড়া নমিনি নির্ধারণ করতে হবে। তাই ব্যাংক অ্যাকাউন্ট খুলবার আগে আপনার কাছের কাউকে নমিনি নির্ধারণ করে তার থেকে সকল তথ্য নিয়ে নিন।
এই ডকুমেন্ট ছাড়াও বিভিন্ন ব্যাংকে চাহিদা অনুযায়ী আলাদা কিছু কাগজ চাইতে পারে। যেমনঃ আপনার অর্থের উৎসের প্রমাণ। তাই ব্যাংকভেদে এদিকেও আপনার খেয়াল রাখতে হবে। এই কাগজগুলো থাকলে আপনি অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে প্রস্তুত। অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কোন ধরণের ইন্ট্রোডিউসার প্রয়োজন নেই। এখন আমরা বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় ব্যাংক এই সেবা কীভাবে প্রদান করছে সে বিষয়ে জানাবো।
সিটি ব্যাংক:
বাংলাদেশের প্রিমিয়াম ব্যাংকের মধ্যে সিটি ব্যাংক অন্যতম। সিটি ব্যাংকও অনলাইনে অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে তাদের ‘এখনই অ্যাকাউন্ট অ্যাপ’ এর মাধ্যমে। এই অ্যাপ আপনি আপনার অ্যান্ড্রয়েড বা আইফোনে ইন্সটল করে নিতে পারবেন। অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে ফেলা খুব সহজ। তবে এই অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংকের সকল ধরণের অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অনলাইন অ্যাকাউন্ট হিসেবে সিটি ব্যাংক তাদের এখনই অ্যাকাউন্ট খুলতে দেবে। অ্যাকাউন্ট খুলবার সঙ্গে সঙ্গেই আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে এবং আপনি সিটি ব্যাংকের সকল সার্ভিস ব্যবহার শুরু করতে পারবেন। অনলাইনে অ্যাকাউন্ট খুলতে বিস্তারিত দেখে নিতে পারেন এই লিঙ্ক থেকে।
#তমহ/বিবি/০৮ফেব্রুয়ারি২০২৪
Share with others:

Recent Posts
Recently published articles!
-
ক্যাম্পাস ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি