আসছে নতুন রঙের ৫০ টাকা

আসছে নতুন রঙের ৫০ টাকা

৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। লালচে কমলা রঙে বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ছাড়া হবে।

আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী রোববার (১৫ ডিসেম্বর) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। বর্তমানে বাজারে থাকা ১০ ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট দুটির রঙ প্রায় একই হওয়ায় নতুন রঙের ৫০ টাকার নোট ইস্যু করা হয়েছে। নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, লালচে কমলা রঙ ব্যতীত প্রচলিত ৫০ টাকার নোটের ডিজাইন ও অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দুটি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। নতুন রঙে মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

#এসএস/বিবি/১০ ১২ ২০১৯


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: সোম, ডিসেম্বর ৯, ২০১৯ ৮:৩৬ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!