সৌরভ হচ্ছেন সভাপতি
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হওয়ার পথে এগিয়ে আছেন সৌরভ গাঙ্গুলী।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ হতে যাচ্ছেন নতুন সেক্রেটারি। বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ ধুমাল হচ্ছেন নতুন কোষাধ্যক্ষ।
১৪ অক্টোবর, সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিনই গাঙ্গুলী তার মনোনয়ন পত্র জমা দিবেন বলে ধারণা করা হচ্ছে। একাধিক প্রার্থী না থাকলে সেই পদে নির্বাচন হবে না। কয়েক সপ্তাহ ধরে তদবির ও সমঝোতায় পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে। অপ্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক এই ব্যাটসম্যান।
ভারতের সেরা অধিনায়কদের একজন ৪৭ বছর বয়সী গাঙ্গুলী ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বর্তমান প্রধান। বিসিসিআই প্রধানের দায়িত্ব তিনি পেতে পারেন ১০ মাসের জন্য।
বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন ব্রিজেস প্যাটেল। দুই পক্ষের সমঝোতার পর সরে গেছেন তিনি। সামনে হতে পারেন আইপিএলের নতুন প্রধান।
#এসএস/বিবি/১৫ ১০ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
পর্যটন ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি