গাঙচিল এসেছে দেশে
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় এটি তৃতীয় ড্রিমলাইনার; আর একে নিয়ে বিমানে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৫টি।
বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টায় ড্রিমলাইনার ‘গাঙচিল’ যুক্তরাষ্ট্রের সিয়াটল হতে সরাসরি ঢাকায় অবতরণ করে।
গাঙচিলে আসন থাকছে ২৭১টি। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি আর ২৪৭টি ইকোনমি ক্লাস। বিজনেস ক্লাসে ২৪টি আসন ১৮০ ডিগ্রি পর্যন্ত রিক্লাইন্ড সুবিধা এবং সম্পূর্ণ ফ্ল্যাটবেড হওয়ায় তা যাত্রীদের জন্য হবে আরামদায়ক।
বিমানটিতে যাত্রীরা অন্যান্য আধুনিক সুবিধাসহ ইন্টারনেট ও ফোন কল করার সুবিধা পাবেন বলেও জানান তাহেরা খন্দকার।
এ সময় বিমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারহাত হাসান জামিল, পরিচালক প্রশাসন জিয়াউদ্দীন আহমেদ, চিফ ফাইনান্সিয়াল অফিসার ভিনীত সুদ, পরিচালক (প্রকৌশল) খন্দকার সাজ্জাদুর রহিম, পরিচালক (গ্রাহকসেবা) আতিক সোবহান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক আবু সাইদ মেহবুব খান উপস্থিত ছিলেন।
বিমান বহরের চারটি (একটি পরে আসবে) ড্রিমলাইনারের নাম বাছাই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাংচিল বাদে অন্যগুলো হল আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।
বিমান ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান কেনার চুক্তি করে।
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি