নবম ঢাকা লিট ফেস্ট

নবম ঢাকা লিট ফেস্ট

বাংলা একাডেমি চত্বরে আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে দেশি বিদেশি সাহিত্যিকদের মিলনমেলা ‘ঢাকা লিটারারি ফেস্টিভাল’। নবমবারের মতো হচ্ছে এ আয়োজন।

৫ নভেম্বর ঢাকা লিট ফেস্টের আয়োজকেরা জানিয়েছেন আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এ সাহিত্য উৎসবে পাঁচটি মহাদেশের ১৮টি দেশ থেকে শতাধিক বিদেশি এবং দুই শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক, রাজনীতিক অংশ নিচ্ছেন।

দেশি বিদেশি অতিথিদের সঙ্গে সরাসরি সাহিত্যসহ সমাজের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা পর্যালোচনার সুযোগ থাকছে জনসাধারণের জন্য। তিন দিনের এ আয়োজনে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত বুকারপ্রাপ্ত ব্রিটিশ লেখক মনিকা আলী, ভারতীয় রাজনীতিক শশী থারুর, কথাসাহিত্যিক উইলিয়াম ডালরিম্পল প্রমুখ। দুই বাংলার জনপ্রিয় বাংলাভাষী লেখক শংকর আসছেন এবারের উৎসবে।

সঙ্গে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক শাহীন আখতার, সৈয়দ মনজুরুল ইসলাম, আসাদ চৌধুরী, রুবী রহমান, সেলিনা হোসেন প্রমুখ। এ ছাড়াও অংশ নিচ্ছেন ভারতীয় সাংবাদিক প্রেয়াগ আকবর, প্রিয়াঙ্কা দুবে, ফিনল্যান্ডের সাংবাদিক মিন্না লিন্ডগ্রেন, ডিএসসি পুরস্কারপ্রাপ্ত লেখক এইচ এম নাকভি, ব্রাজিলের কথাসাহিত্যিক ইয়ারা রড্রিগেজসহ আরও অনেকে।

তিন দিনের উৎসব চলবে ৯ নভেম্বর পর্যন্ত। প্রথম দিন এই উৎসবে দেওয়া হবে বাংলাদেশের জনপ্রিয় সাহিত্য সম্মাননা জেমকন সাহিত্য পুরস্কার।

#এসএস/বিবি/০৫ ১১ ২০১৯


শিল্পকলা ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, নভেম্বর ৫, ২০১৯ ১০:১৮ পূর্বাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!