যেসব কোম্পানি দুর্বলমানের...

যেসব কোম্পানি দুর্বলমানের...

পুঁজিাবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি পরপর দুই বছর লভ্যাংশ না দিলে, বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করলে কেবল সেই কোম্পানিকে দুর্বল মানের কোম্পানি হিসেবে জেড শ্রেণিভুক্ত করা হবে। গত বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ নিয়ে নির্দেশনা জারি করেছে।

বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানিকে নিয়মনীতি পরিপালন না করার (নন কমপ্লায়েন্স) জন্য ‘জেড’ শ্রেণিভুক্ত করতে পারবে না কোনো স্টক এক্সচেঞ্জ। এ ধরনের পরিস্থিতিতে কোনো কোম্পানির শ্রেণি পরিবর্তন করতে হলে আগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।

বিএসইসি বলছে, তালিকাভুক্ত কোনো কোম্পানি পরপর দুই বছর লভ্যাংশ না দিলে, বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করলে সেই কোম্পানিকে দুর্বল মানের কোম্পানি হিসেবে ‘জেড’ শ্রেণিভুক্ত করা হবে। তবে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য কোম্পানির ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন লভ্যাংশকে শ্রেণি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে। এছাড়া কোনো কোম্পানির উৎপাদন কার্যক্রম ছয় মাস বা তার বেশি সময় ধরে বন্ধ থাকলে সেটিও ‘জেড’ শ্রেণিভুক্ত হবে। তবে এ ক্ষেত্রে কারখানা আধুনিকায়নের ঘোষণা দিয়ে কোনো কোম্পানি উৎপাদন বন্ধ রাখলে তাদের ক্ষেত্রে এ শর্ত কার্যকর হবে না। আবার তালিকাভুক্ত কোনো কোম্পানির রিটেইনড আর্নিংস ওই কোম্পানির পরিশোধিত মূলধনের বেশি হলে সেটিও ‘জেড’ শ্রেণিভুক্ত হবে।

#তমহ/বিবি/১৭ ০২ ২০২৪


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: শুক্র, ফেব্রুয়ারী ১৬, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!