৫৫০ মিলিয়ন ডলারের সমঝোতা
যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি শেভরন করপোরেশন ক্যালিফোর্নিয়া রাজ্যের অন্যতম প্রধান তেল শোধনাগার রিচমন্ড সিটি কাউন্সিলকে শোধনাগার কর হিসেবে ১০ বছরের জন্য ৫৫০ মিলিয়ন বা ৫৫ কোটি ডলার দেবে বলে শহরটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে। খবর: রয়টার্স।
কাউন্সিল সর্বসম্মতভাবে ভোটের মাধ্যমে একটি সমঝোতা চুক্তি অনুমোদন করেছে। এ সমঝোতার ফলে দূষণের অভিযোগে শেভরনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সম্মত হয়েছে শহরটির কর্তৃপক্ষ।
রিচমন্ড শোধনাগার প্রতিদিন প্রায় দুই লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে।
রিচমন্ড বিবৃতিতে বলেছে, শেভরন এক শতাব্দীর বেশি সময় ধরে এই কমিউনিটিতে রয়েছে। তাই কমিউনিটিকে তাদের ন্যায্য অংশ দেয়া উচিত। ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত বার্ষিক কিস্তিতে এ অর্থ পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি শেভরন। তবে এক ইমেইলে প্রতিষ্ঠানটি জানিয়েছে, শেভরন রিচমন্ড ও সিটি কাউন্সিলের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছে। এর ফলে ব্যালট থেকে রিফাইনিং বিজনেস লাইসেন্স ট্যাক্স তুলে নেবে।
#তমহ/বিবি/১৮আগস্ট২০২৪
Share with others:
Recent Posts
Recently published articles!
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি