বিশ্বের সবচেয়ে দামি ফল...

বিশ্বের সবচেয়ে দামি ফল...

শরীরটাকে সুস্থ সবল রাখতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই। অনেক ধরনের ফলই তো আমরা খাই। কিন্তু কেউ যদি এক কেজি ফল খেতে আপনাকে ২০ লাখ টাকা খরচ করতে বলে। কী চোখ কপালে তুললেন?

না রসিকতা করছি না। অবিশ্বাস্য লাগলেও বিষয়টি এমনই। জাপানে একপ্রকার অতি সুস্বাদু ফল পাওয়া যায় যার এক কেজি ফলের মূল্য প্রায় ২০ লাখ টাকা।

ফলটির নাম ইউবারি মেলন। তরমুজ গোত্রের এই ফল দেখতে খুব একটা সুন্দর না হলেও দাম কিন্তু আকর্ষণীয়। এটিকে বিশ্বের সবচেয়ে দামি ফল বলেও দাবি করা হয়।

এক কেজি এই ফলের যা দাম তা দিয়ে একটি সোনার গয়না বা একটি জমিও কিনে নিতে পারেন। তবে এই ফল জাপানে মিললেও সহজলভ্য নয়।

বেশ কয়েকটি প্রতিবেদনের দাবি অনুযায়ী, এক কেজি ইউবারি মেলনের দাম ২০ লাখ টাকা।

কোনো ফল বিক্রেতা বা দোকানে সহজেই এই ফল পাওয়া যাবে, যদি এমনটা ভাবেন তা হলে ভুল হবে। ইউবারি মেলন জাপানের এক বিশেষ বর্গের মানুষের কাছে বিক্রি করা হয়।

বিলাসবহুল খাবার এবং পানীয় যেমন বার্বন, শ্যাম্পেন বা কোবে বিফের মতো ইউবারি মেলন এক বিশেষ পরিবেশের মধ্যে ইউবারি অঞ্চলে চাষ করা হয়।

২০১৯ এ এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩২ লাখ টাকায়।

বিজনেস ইনসাইডার এর প্রতিবেদন অনুযায়ী, এই ফল বড় হতে সময় নেয় ১০০ দিন। সারা বছরই ফলে ইউবারি মেলন।

আগ্নেয়গিরি সৃষ্ট মাটি এবং অতিরিক্ত বর্ষণ এই ফল চাষের উপযুক্ত পরিবেশ। তো সুযোগ পেলে খেয়ে দেখবেন নাকি এই ইউবারি মেলন ফল।

#তমহ/বিবি/১১ ১১ ২০২১


ফিচার ডেস্ক, বিবি
Published at: বুধ, নভেম্বর ১০, ২০২১ ৯:৪৩ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!