পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ ২১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ ২১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯ ২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের । ২০ ডিসেম্বর বেলা ১১টায় ‘এ’ ইউনিট ও বেলা ৩টায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে ২১ ডিসেম্বর বেলা ১১টায়।

১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর মোট ২৩০টি আসনের বিপরীতে ৬ হাজার ৮৪৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ‘এ’ ইউনিটে ৭০টি আসনের বিপরীতে ৩ হাজার ৫১৭ জন, ‘বি’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে ১ হাজার ৯৪৮ জন এবং ‘সি’ ইউনিটে ৬০ টি আসনের বিপরীতে ১ হাজার ৩৮১ জন আবেদন করেছেন।

ভর্তি পরীক্ষা ও ভর্তি–সংক্রান্ত যেকোনো তথ্য Www.pstu.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

#এসএস/বিবি/১৮ ১২ ২০১৯


ক্যাম্পাস ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, ডিসেম্বর ১৭, ২০১৯ ৯:৩৮ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!