বিদ্যুতের জন্য ব্যাংকঋণের সর্বোচ্চ সীমা প্রত্যাহার

বিদ্যুতের জন্য ব্যাংকঋণের সর্বোচ্চ সীমা প্রত্যাহার

বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর ব্যাংকঋণের সীমা তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যাংক থেকে চাহিদামত ঋণ নিতে পারবেন বিদ্যুৎ উৎপাদকরা। দেশের বিদ্যুৎ উৎপাদন নির্বিঘ্ন রাখতে এক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দেওয়া যায় না কোনো একক প্রতিষ্ঠানকে।

তবে, এ প্রজ্ঞাপনে বলা হয়, এই নীতি বিদ্যুৎ খাতের জন্য চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে না। কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানি নির্বিঘ্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিদ্যুৎখাতের প্রতিষ্ঠানগুলো বাড়তি ঋণ নিতে পারবে ব্যাংক থেকে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান মতে, চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরে জ্বালানি আমদানিতে গত বছরের একই সময়ের তুলনায় ১৬৯ কোটি ডলার বেশি খরচ হয়েছে। এমন প্রেক্ষাপটে, বাড়তি ডলার সরবরাহে বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসাররা সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেয়।

#তমহ/বিবি/০৪মার্চ২০২৩


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: শুক্র, মার্চ ৩, ২০২৩ ৮:১৪ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!