শীর্ষে বেক্সিমকো, তলানিতে সোনালী
সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩০ কোটি ৫১ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২৪.৯৮ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বেক্সিমকো সপ্তাহজুড়ে ১ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ৭৮৪টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৮৫ লাখ ১৮ হাজার ৭৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৪ কোটি ৬১ লাখ টাকা।
জেএমআই হসপিটাল রিকুইজিট লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৪০ লাখ ৮০ হাজার ৮৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১০ কোটি ৯২ লাখ ৩৭ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে
শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সাউথইস্ট ব্যাংক, ফরচুন সুজ, জিএসপি ফিন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও এসিআই ফরমুলেশন লিমিটেড।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে সোনালী পেপার সর্বমোট ২৩ কোটি ৩৬ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকা। বঙ্গজ লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৫.২০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫৭ লাখ ৪৮ হাজার টাকা।
রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস ১৫.৬৫ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, অ্যারামিট সিমেন্ট, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আমান ফিড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড।
#তমহ/বিবি/২৮ ০৫ ২০২২
Share with others:
Recent Posts
Recently published articles!
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি