৫০০ কোটি টাকার বন্ডের অনুমোদন

৫০০ কোটি টাকার বন্ডের অনুমোদন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড বা ইবিএল প্রস্তাবিত সাত বছর মেয়াদি ৫০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার কমিশনের ৮৩৮তম সভায় এর অনুমোদন দেন বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম।

সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্ডটি হবে নন কনভার্টিবল আনসিকিউরড ফ্লোটিং রেট ফুল্লি রিডিমেবল সাব অর্ডিনেটেড বন্ড। এর কুপন হার ৬ থেকে ৯ শতাংশের মধ্যে হবে।

বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, করপোরেট ও উচ্চসম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

এই বন্ডের টাকায় ইবিএল টায়ার ২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে এবং প্রচলিত ব্যবসায় বিনিয়োগ বাড়াবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্টস লিমিটেড। শর্ত অনুযায়ী বন্ডটির অল্টারনেটিভ ট্রেডিং বন্ডের অন্তর্ভুক্ত হবে।

#তমহ/বিবি/১৬ ০৯ ২০২২


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, সেপ্টেম্বর ১৫, ২০২২ ৯:৩১ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!