বেকার ১২ লাখ মানুষ!

বেকার ১২ লাখ মানুষ!

করোনাভাইরাসের কারণে পর্যটনখাতে বেকার হয়েছে বাংলাদেশের ১২ লাখ মানুষ। সবমিলিয়ে অর্থনৈতিক সংকটে আছে প্রায় ৩৫ লাখ মানুষ। প্রণোদনার পাশাপাশি দীর্ঘমেয়াদি ও স্বল্প মেয়াদি ঋণ দেয়ার দাবি করছেন এই খাত সংশ্লিষ্টরা। অন্যদিকে কোভিডের পরের ধাক্কা মোকাবিলায় ভার্চুয়াল ও ই ট্যুরিজমকে গুরুত্ব দেয়ার তাগিদ বিশেষজ্ঞদের।

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত পর্যটনখাত। দেশে বছরে বিভিন্ন স্থানে দেশি বিদেশি প্রায় এক কোটি পর্যটক আসে। কিন্তু এখন তা পুরোপুরি বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে হোটেল, মোটেল ও রিসোর্ট।

বাংলাদেশ পর্যটন করপোরেশন ও ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) তথ্য মতে, এই খাতে জড়িত প্রায় ৩০ শতাংশ মানুষ হারিয়েছেন চাকরি। আর অনেকের কমেছে বেতন।

এ পরিস্থিতি নিয়ে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হান্নান মিয়া গণমাধ্যমকে বলেছেন, এই খাতের সহায়তায় প্রণোদনা বাড়াতে কাজ করছে সরকার।

তবে করোনা সংক্রমণ কমলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পর্যটনকেন্দ্র খুলে দেয়ার দাবি করছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

#তমহ/বিবি/২৯ ০৭ ২০২১


পর্যটন ডেস্ক, বিবি
Published at: বুধ, জুলাই ২৮, ২০২১ ১:৫৩ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!