সৌদিতে যাবে বিমানের আরও ১২ ফ্লাইট

সৌদিতে যাবে বিমানের আরও ১২ ফ্লাইট

প্রবাসীদের সৌদি আরবে ফিরিয়ে নিয়ে যাওয়া জন্য আরও ১২টি ফ্লাইটের অনুমোদন পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জেদ্দা রুটে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ৫টি ফ্লাইট রয়েছে বিমানের। ২২ ২৪ মার্চের রিটার্ন টিকিটধারীরা ২৮ সেপ্টেম্বর, ২৫ ২৮ মার্চের রিটার্ন টিকিটধারীরা ২৯ সেপ্টেম্বর, ২৯ মার্চ হতে ৩১ মার্চের রিটার্ন টিকিটধারীরা ৩০ সেপ্টেম্বর, ১ এপ্রিল থেকে ৪ এপ্রিলের রিটার্ন টিকিটধারীরা ১ অক্টোবর, ৫ থেকে ৮ এপ্রিলের টিকিটধারীরা ২ অক্টোবর বিমানের সেলস সেন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

রিয়াদ রুটে ২, ৪, ৯, ১১ অক্টোবর ৪টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। ২২ ২৩ মার্চের রিটার্ন টিকিটধারীরা ২৯ সেপ্টেম্বর, ২৪ ২৫ সেপ্টেম্বরের টিকিটধারীরা ৩০ সেপ্টেম্বর, ২৬ ২৭ সেপ্টেম্বরের টিকিটধারীরা ৩ অক্টোবর, ২৯ ৩০ মার্চের টিকিটধারীরা ৪ অক্টোবর বিমানের সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এছাড়া দাম্মাম রুটে ১, ৩, ৫ অক্টোবর ৩টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। ১৬ ১৯ মার্চের রিটার্ন টিকিটধারীরা ২৮ সেপ্টেম্বর, ২১ ২৪ মার্চের রিটার্ন টিকিটধারীরা ৩০ সেপ্টেম্বর, ২৬ ৩০ মার্চের রিটার্ন টিকিটধারীরা ১ অক্টোবর টিকিট সংগ্রহ করতে পারবেন।


জাতীয় ডেস্ক, বিবি
Published at: রবি, সেপ্টেম্বর ২৭, ২০২০ ৯:৩৭ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!