রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা
বাসদের বরিশাল জেলা সদস্যসচিব মনীষা চক্রবর্তীর বাবা মুক্তিযোদ্ধা আইনজীবী তপন চক্রবর্তী ও দাদি শহীদজায়া উষা চক্রবর্তীর নাম রাজাকার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে বরিশাল নগরে আজ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ হয় ও তালিকায় আগুন পুড়িয়ে দেওয়া হয়।
সমাবেশ শেষে সদ্য প্রকাশিত রাজাকারের তালিকায় অগ্নিসংযোগ করেন মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী। এর আগে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রত্যাখ্যান করেন মনীষা চক্রবর্তী।
বেলা ১১টার দিকে জেলা বাসদের ফকিরবাড়ি রোডের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মনীষা চক্রবর্তী। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা ও শহীদজায়ার নাম রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত করা শুধু শহীদ পরিবারের জন্য নয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব মানুষের জন্য লজ্জাজনক। বরিশাল বাসদের সদস্যসচিব হওয়ায় আমার পরিবারের সঙ্গে এমন আচরণ করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’
সংবাদ সম্মেলনে মনীষা বলেন, যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তপন চক্রবর্তীকে মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্ত করেছে সেই একই মন্ত্রণালয় তাঁকে রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য রাজাকারের তালিকা করা জরুরি।
কিন্তু মহান বিজয় দিবসে রাজাকারের যে তালিকা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রকাশ করেছে তা প্রশ্নবিদ্ধ। একজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাকে কোনো রকম যাচাই বাছাই ছাড়া রাজাকার বানিয়ে দেওয়ার প্রক্রিয়ার তদন্ত দাবি করেন তিনি।
বরিশালে রাজাকারের তালিকা পুড়িয়ে প্রতিবাদ জানায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা কর্মীরা।
সংবাদ সম্মেলন শেষে দলীয় কার্যালয় থেকে বাসদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে। সমাবেশে মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী, বাসদের জেলা আহ্বায়ক ইমরান হাবিব, সদস্যসচিব মনীষা চক্রবর্তী বক্তব্য রাখেন।
সমাবেশে তপন চক্রবর্তী বলেন, ‘বিজয়ের ৪৮ বছর পর রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছি। এখন আর বেঁচে থেকে লাভ কী? এ তালিকা বাতিল করে রাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে। রাজাকারের তালিকায় আমি ও আমার মায়ের নাম অন্তর্ভুক্তির পেছনে বড় ষড়যন্ত্র আছে।’
সমাবেশ শেষে তপন চক্রবর্তী ও মনীষা চক্রবর্তী একযোগে রাজাকারের তালিকায় অগ্নিসংযোগ করেন।
#এসএস/বিবি/১৭ ১২ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি