করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিন পর হাসপাতালে ভর্তি হওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে।সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার অবনতি হলে তাকে ব্রিটেনের একটি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

গত ২৭ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে করোনা ধরা পড়ে। এরপর ডাউনিং স্ট্রিটের একটি ফ্লাটে সেলফ আইসোলেশনে চলে যান তিনি। গত শুক্রবার বরিস জানান, তিনি ভালো অনুভব করছেন তবে শরীরে জ্বর আছে।

আইসেলেশনে ১০ দিন থাকার পর চিকিৎসকের পরামর্শে গত রবিবার রাতে হাসপাতালে ভর্তি হন বরিস।

করোনার প্রথাগত উপসর্গ থাকায় পূর্ব সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছিল।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৫ হাজার ৩৭৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৬০৮ জন।

#এসকেএস/বিবি/০৭ ০৪ ২০২০


বিশ্ব ডেস্ক, বিবি
Published at: সোম, এপ্রিল ৬, ২০২০ ৯:৩২ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!