বাদ হলো রাজাকারের তালিকা

বাদ হলো রাজাকারের তালিকা

সদ্য প্রকাশিত রাজাকারের তালিকা স্থগিত করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত যাচাই–বাছাই করে পরে নতুন তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন ক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

১৮ ডিসেম্বর মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা নিয়ে অভিযোগ ওঠায় সেই তালিকা স্থগিত করা হয়েছে। যাচাই–বাছাই করে নতুন তালিকা করা হবে। আ ক ম মোজাম্মেল হক গত ১৫ ডিসেম্বর ‘একাত্তরের রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতাবিরোধী তালিকা প্রকাশ—প্রথম পর্ব’ শিরোনামে ১০ হাজার ৭৮৯ জনের নামের এই তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

তালিকা প্রকাশের পর দেখা যায়, জীবন বাজি রেখে যাঁরা যুদ্ধে গিয়েছিলেন, তাঁদের অনেকের নাম এ তালিকায় রয়েছে। আবার কুখ্যাত অনেক রাজাকারের নাম নেই এ তালিকায়। বিষয়টি নিয়ে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এর আগে আজ মানিকগঞ্জে এক সমাবেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রাজাকারের তালিকায় ত্রুটির কথা স্বীকার করে দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ওরা (বিএনপি জামায়াত সরকার) ৩০ বছর ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকার সময় হয়তোবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা কাগজপত্র কারসাজি করে রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম লিখে রেখেছে।

এটা আমাদের কল্পনার বাইরে ছিল। সে কারণে ভুলটা হয়ে গেছে। আমি দুঃখ প্রকাশ করছি।

#এসএস/বিবি/১৮ ১২ ২০১৯


জাতীয় ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, ডিসেম্বর ১৭, ২০১৯ ৮:১৭ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!