দৃশ্য সিরিজ ২

দৃশ্য সিরিজ ২

রাস্তার পিচ খুলে চাকরির ইন্টারভিউ দিয়ে ফেরার পথে বড় আপুর চপ্পলটা গেল ছিঁড়ে।

অনেকে মজা পেয়েছিলেন।

আপু নির্বিকার।

ভাগ্যিস করোনা! মুখে তো মাস্ক।

আম্মা বাসায় নেই। তিনি ন্যায্যমূল্যের ট্রাকের লাইনে; চাল কিনতে।

ডেলিভারি বয় ছোট ভাই বেঘোরে ঘুমাচ্ছে টাইলস ভাঙা মেঝেতে।

মুচি খুঁজতে যেতে হলো আমাকে।

দেখি ফুটপাতে পুলিশ কর্ডন। হকার উচ্ছেদ কার্যক্রমের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট।

মাঠহীন চম্পা পারুল প্রাথমিক বিদ্যালয়ের ড্রেসের এক শিশু কাঁদে রিকশায়। বাবার থাপ্পড় খেল মেয়েটি। এইমাত্র ওর নীল গ্যাসবেলুন হাত ফস্কে গেছে।

উপরে বিজয় দিবস প্যারেডের আগে মিগ বিমানের গর্জনে একমাত্র গাছের ডালে বসা কাকটা উড়ে গেল। কোথায় গেল?

লেখক পরিচিতি:

ফ্রিল্যান্স লেখক ও সাংবাদিক হাসান শাওনের জন্ম, বেড়ে ওঠা রাজধানীর মিরপুরে। পড়াশোনা করেছেন মনিপুর উচ্চ বিদ্যালয়, সরকারি বাঙলা কলেজ, বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনিস্টিটিউটে। ২০০৫ সাল থেকে তিনি লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত। কাজ করেছেন সমকাল, বণিক বার্তা, ক্যানভাস ম্যাগাজিন ও আজকের পত্রিকায়।

২০২০ সালের ১৩ নভেম্বর হাসান শাওনের প্রথম বই “হুমায়ূনকে নিয়ে” প্রকাশিত হয়।

#তমহ/বিবি/২৯ ১১ ২০২১


হাসান শাওন
Published at: রবি, নভেম্বর ২৮, ২০২১ ১:০৬ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!