৩৫০ কোটির বন্ড
এক হাজার কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিলেও ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পত্র পেয়েছে ব্যাংক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। এর আগে চলতি বছরের ২ মে এক হাজার কোটি টাকার বন্ড ইস্যু করতে চেয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্ট্যান্ডার্ড ব্যাংক। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমোদন চাইলে ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যুতে অনাপত্তি (এনওসি) দিয়েছে।
স্ট্যান্ডার্ড ব্যাংকের চতুর্থ মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ডটি সাত বছর মেয়াদি এবং প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। স্ট্যান্ডার্ড ব্যাংক কুপন বিয়ারিং নন-কনভার্টেবল সম্পূর্ণ পরিশোধযোগ্য এবং ফ্লোটিং রেটের চতুর্থ মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ডটি টায়ার-২ মূলধন হিসেবে ইস্যু করা হবে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৬ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ১১ পয়সা। অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে বা প্রথমার্ধে (জানুয়ারি-জুন, ২০২৪) ইপিএস হয়েছে ৩২ পয়সা, আগের বছরের একই সময় যা ছিল ১৩ পয়সা। অর্থাৎ প্রথম দুই প্রান্তিকের হিসেবে ইপিএস বেড়েছে ১৯ পয়সা। ২০২৪ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা। ২০২৩ সালের ৩০ জুনে ছিল ১৬ টাকা ১৫ পয়সা। এছাড়া প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৮ টাকা ৯৪ পয়সা, অথচ আগের বছরের একই সময়ে ছিল ৭৫ পয়সা (ঘাটতি)।
#তমহ/বিবি/১৮সেপ্টেম্বর২০২৪
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি