ক্রিসমাস কেক

ক্রিসমাস কেক

বড়দিনের উৎসব মানেই নানান উপহার সামগ্রী প্রদান ও খাবার দাবারের আয়োজন। উৎসবকে আরো আনন্দময় করে তুলতে ঘরে বানাতে পারেন বড়দিনের কেক। ক্রিসমাস কেকের প্রস্তুত প্রণালি দিয়েছেন সিতারা ফিরদৌস

উপকরণ

ডিম: ৫টি

ময়দা: এক কাপের চার ভাগের তিন ভাগ

গুঁড়াদুধ: ২ টেবিল চামচ

কোকো পাউডার: ১ টেবিল চামচ

বেকিং পাউডার: আধা চা চামচ

চিনি: আধা কাপ

ভ্যানিলা: সিকি চা চামচ

চকলেট: ৩৫০ গ্রাম

মাখন: ২০০ গ্রাম

আইসিং সুগার: আধা কাপ

চেরি: ৪টি

খেজুর: ৮টি

আমন্ড ও পেস্তা বাদাম কুচি: ২ টেবিল চামচ

প্রণালি

ময়দা, গুঁড়াদুধ, কোকো পাউডার, বেকিং পাউডার একসঙ্গে চেলে নিতে হবে। ডিমের সাদা অংশ ফোম করে চিনি, হলুদ অংশ ও ভ্যানিলা দিয়ে কিছুক্ষণ বিট করে ময়দার মিশ্রণ মিলিয়ে নিন। ১১ বাই ১২ ইঞ্চি ট্রের মাপে ব্রাউন পেপার কেটে মাখন লাগিয়ে কেকের ডো ঢেলে দিন। এবার প্রিহিটেড ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১২ থেকে ১৫ মিনিট বেক করতে হবে। চকলেট গলিয়ে মাখন ও আইসিং সুগার দিয়ে বিট করে শুকনো ফলের কুচি মিলিয়ে কেকের ওপর লাগিয়ে রোল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে কেকের ওপর বাকি ক্রিম লাগিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

#এসএস/বিবি/১৯ ১২ ২০১৯


খাবার ডেস্ক, বিবি
Published at: বুধ, ডিসেম্বর ১৮, ২০১৯ ৭:১৭ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!