পাটের চায়ের জার্মানযাত্রা

পাটের চায়ের জার্মানযাত্রা

গেল অর্থবছরে বাংলাদেশ থেকে আড়াই মেট্রিক টন পাট পাতার চা জার্মানিতে রপ্তানি করা হয়েছিলো। এবছর আরো ৫ মেট্রিক টন পাট পাতার চা নেওয়ার কথা জানিয়েছে দেশটি।
৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে সরকারি দলের সদস্য ফরিদুল হক খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ কথা জানান।
মন্ত্রী জানান, গত অর্থবছরে বাংলাদেশ আড়াই মেট্রিক টন পাট পাতা থেকে উৎপাদিত চা জার্মানিতে রপ্তানি করেছে। ওই দেশ থেকে আরো ৫ মেট্রিক টনের চাহিদা পাওয়া গেছে। চলতি অর্থবছরে ৫ মেট্রিক পাট পাতা থেকে উৎপাদিত চা জার্মানিতে রপ্তানি করবে।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বর্তমান সরকারের সময়ে সরকারি কোনো পাটকল বন্ধ হয়নি এবং বন্ধ করার কোনো পরিকল্পনাও নেই। সরকারি পাটকলগুলোকে লাভজনক করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।’
#এসএস/বিবি/১৩ ০৯ ২০১৯


অর্থনীতি ডেস্ক, বিবি
Published at: শুক্র, সেপ্টেম্বর ১৩, ২০১৯ ৯:২৬ পূর্বাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!