মাসাৎসুগু আসাকাওয়া এডিবির নতুন প্রেসিডেন্ট

মাসাৎসুগু আসাকাওয়া এডিবির নতুন প্রেসিডেন্ট

জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মাসাৎসুগু আসাকাওয়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন । আগামী ২০ জানুয়ারি পূর্বসুরী তোহিকো নাকাওয়ের কাছ থেকে দশম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব বুঝে নেবেন বলে এডিবির এক বিবৃতিতে বলা হয়েছে। এডিবির পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বে আছেন দক্ষিণ কোরিয়ার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হং নাম কি।

বিবৃতিতে তিনি বলেন, বৈশ্বিক আর্থিক ও উন্নয়ন খাতে আসাকাওয়ার ব্যাপক ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও টেকসই এশিয়া ও প্রশান্ত মহাসাগর গঠনে লক্ষ্যের দিকে এডিবিকে ভালোভাবে পরিচালিত করবে। “এডিবির পরিচালনা পর্ষদ মি. আসাকাওয়ার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে।”

৬১ বছর বয়সী আসাকাওয়া আন্তর্জাতিক বিষয়ক উপ অর্থমন্ত্রীসহ জাপানের অর্থ মন্ত্রণালয়ে একাধিক জ্যেষ্ঠ পদে অধিষ্ঠিত ছিলেন। প্রায় চার দশকের কাছাকাছি ক্যারিয়ারে উন্নয়ন নীতি, বৈদেশিক মুদ্রা বাজার ও আন্তর্জাতিক কর নীতির ক্ষেত্রে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন।

#এসএস/বিবি/০২ ১ ২০১৯


বিশ্ব ডেস্ক, বিবি
Published at: রবি, ডিসেম্বর ১, ২০১৯ ৯:১৪ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!