বিশ্ব ইজতেমার তারিখ চুড়ান্ত
বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত করা হয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে দুই দফায় ৬ দিন বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে তাবলিগ জামাতের বিবদমান দু’টি পক্ষ।
১০ থেকে ১২ জানুয়ারি সাদবিরোধী মাওলানা জুবায়ের গ্রুপ এবং ১৭ থেকে ১৯ জানুয়ারি সাদপন্থী ওয়াসিফুল ইসলাম গ্রুপ বিশ্ব ইজতেমায় নেতৃত্ব দেবে।
২৮ অক্টোবর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তে এ সমস্যার সমাধান না হয়ে উভয়পক্ষের মুখ দেখাদেখি বন্ধই থাকলো।
এ সময় বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারনে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা মুহাম্মদ জুবায়ের ও ওয়াসিপুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#এসএস/বিবি/২৮ ১০ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
প্রবাস ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
বিশ্ব ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি