নতুন ফিচারে স্কাইব্যাংকিং

নতুন ফিচারে স্কাইব্যাংকিং

নতুন ফিচারে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) মোবাইল ব্যাংকিং অ্যাপ ’স্কাইব্যাংকিং’ চালু হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন এ সংস্করণ উন্মোচন করা হয়, যাতে অসংখ্য ফিচার যুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে দেওয়া তথ্যমতে, ৫ জুলাই শুক্রবার ভোর ৬টা থেকে অ্যাপটি প্লেস্টোর ও অ্যাপস্টোরে পাওয়া যাচ্ছে।

স্কাইব্যাংকিং অ্যাপের নতুন সংস্করণটি উন্মোচন করেন ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।

তিনি বলেন, স্কাইব্যাংকিংয়ের নতুন সংস্করণে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রবাসীরা এটির মাধ্যমে দেশে টাকা ও ডলার পাঠাতে পারবেন। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি।
অনুষ্ঠানে বলা হয়, প্রবাসী বাংলাদেশিরা তার বিদেশি মোবাইল নম্বরের সাহায্যে স্কাইব্যাংকিংয়ে নিবন্ধন করে ইস্টার্ন ব্যাংকে স্থানীয় মুদ্রায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। অফশোর অ্যাকাউন্ট খোলার জন্যও তারা আবেদন করার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা প্রধান আহসান উল্লাহ চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং প্রধান আমীন মোঃ মেহদী হাসান, প্রযুক্তি উন্নয়ন ও ট্রান্সফর্মেশন বিভাগ প্রধান সঞ্জিত দত্ত উপস্থিত ছিলেন।

#তমহ/বিবি/০৫জুলাই২০২৪


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: শুক্র, জুলাই ৫, ২০২৪ ১২:০১ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!