চাঙ্গা ভারত পাকিস্তানের পুঁজিবাজার

চাঙ্গা ভারত পাকিস্তানের পুঁজিবাজার

বিশ্বে অর্থনীতি অস্থিরতার মধ্যে আছে। এর প্রভাব আছে পুঁজিবাজারেও। কিন্তু সম্প্রতি ভারত ও পাকিস্তানের পুঁজিবাজার বিপরীত ধারায় রয়েছে। দুই দেশের শেয়ারবাজারে দেখা যাচ্ছে ইতিবাচক পরিস্থিতি। সূচকের উত্থান ঘটেছে।

ভারতে পুঁজিবাজার ইতিবাচক: মন্দার বৃত্ত ভেঙ্গে বের হয়ে এসেছে ভারতে পুঁজিবাজার। আজ নিয়ে টানা তিনদিন বেড়েছে এই বাজারের সব মূল্যসূচক। বেড়েছে বাজারমূলধন।

গত তিন দিনে ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ২৩০১ দশমিক ৭৬ পয়েন্ট বা ৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়েছে। এই সময়ে বিনিয়োগকারীদের সম্মিলিত সম্পদ তথা বিএসই’র বাজারমূলধন বেড়েছে ৯ লাখ ৩ হাজার ৫৭৪ কোটি রুপি। শনিবার দিন শেষে বোম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূরধন দাঁড়িয়েছে ২ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার কোটি রুপি। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।

তিন কারণে ভারতের পুঁজিবাজার ব্যাপকভাবে ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করছে দেশটিরঅন্যতম শীর্ষ আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান মতিলাল অসওয়াল ফিন্যানিয়াল সার্ভিসেসের হেড অব রিসার্চ সিদ্ধার্থ খেমকা। তার মতে, বিশ্ববাজারে পণ্যমূল্যের নিম্নমুখী ধারা, দেশের বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ভাল মুনাফা ও বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ কমে আসায় বাজার উর্ধমুখী ধারায় ফিরেছে।

এদিকে আজ শনিবার (২৯ জুলাই) এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স ৭১২ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ বেড়ে ৫৭ হাজার ৫৭০ পয়েন্টে উঠেছে। অন্যদিকে দেশটির অপর পুঁজিবাজার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এর প্রধান মূল্যসূচক নিফটি ৫০ আজ ২২৯ পয়েন্ট বা ১ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। দিন শেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ১৭ হাজার ১৫০ পয়েন্ট।

পাকিস্তানে সূচকে বড় উল্লফন: অর্থনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়া পাকিস্তানে ১ হাজার মিলিয়ন (১ বিলিয়ন) ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবারের (৫ আগস্ট) এই ঘোষণায় দেশটির পুঁজিবাজারে সূচকের এক বড় উল্লফন ঘটেছে। খবর আরব নিউজ ও ডনের

আরব আমিরাতের স্টেট নিউজ এজেন্সির (ডব্লিউএএম) এক প্রতিবদনে বলা হয়, আরব আমিরাত পাকিস্তানের বিভিন্ন অর্থনৈতিক ও বিনিয়োগ খাতে বিনিয়োগের উদ্দেশ্যে এক হাজার মিলিয়ন মার্কিন ডলারের ঘোষণা দিয়েছে। এটা দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে জোরালো করবে। সেই সঙ্গে এটা দেশে নতুন বিনিয়োগ ক্ষেত্রের সুযোগ সৃষ্টি করবে।

এ সংবাদে দেশটির বৃহত্তম স্টক এক্সচেঞ্জ করাচি স্টক এক্সচেঞ্জে (Kse) সূচক বেড়েছে ৬৭০.৮৭ পয়েন্ট। এই দিন স্টক এক্সচেঞ্জটির প্রধান সূচক কেএসই ১০০ ১.৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে সূচক ৪২ হাজার ৯৬ পয়েন্ট গিয়ে পৌঁছেছে। অবশ্য বিদেশি বিনিয়োগকারীরা এই দিনেই সাড়ে চার লাখেরও বেশি মার্কিন ডলারের শেয়ার ক্রয় করেছেন। বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক বাজারে কয়লা ও জ্বালানির দাম কমায় বড় উল্লফন ঘটে পুঁজিবাজারে। পক্ষান্তরে, ডলারের বিপরীতে পাকিস্তানি রুপিও তুলনামূলকভাবে বেশ শক্তিশালী হয়েছে। সূত্র পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম ডন।

#তমহ/বিবি/০৭ ০৮ ২০২২


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: শনি, আগষ্ট ৬, ২০২২ ১২:৫৫ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!