রোহিঙ্গা ক্যাম্পের দুই এনজিওকে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক বেসরকারি এনজিও সংস্থা অ্যাডভেন্টিস্ট ডেভেলপমেন্ট এন্ড রিলিফ এজেন্সি বা এআরডিএ এবং দেশীয় সংস্থা ‘আল মারকাজুল ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গাদের নিয়ে কাজ করা এ দুটি এনজিওকে নিষিদ্ধ সরকার। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাঁধা দেওয়া এবং নির্ধারিত নিয়ম নীতি ও শর্ত না মানার অভিযোগে তাদের কার্যক্রম বন্ধে করে দেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প থেকে এর আগেও ৪১টি এনজিও’র কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রাজধানীর বিশেষজ্ঞগণ এনজিও’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণকে সাদরে গ্রহণ করেন নি। তারা বাংলাদেশ সরকারের যথাযথ পদক্ষেপ নয় বলে মনে করছেন। ইউএনএইচসিআর, আইওএমসহ জাতিসংঘ সংস্থাগুলো ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ব্যাপারেও বাংলাদেশ সরকার যেসব বক্তব্য দিয়েছে তা সঠিক হয়নি বলে মনে করছেন তারা।
এনজিও’র কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ, জাতিসংঘের সংস্থাগুলোর ব্যাপারে বাংলাদেশ সরকারের বিভিন্ন বক্তব্য প্রদান, সামগ্রিকভাবে কড়াকড়ি আরোপ এবং চীনের মধ্যস্থতা সম্পর্কে বিশ্লেষণ করেছেন রোহিঙ্গা বিষয়ক বিশ্লেষক এবং অভিভাবসন সংস্থা আইওএম এর প্রাক্তন কর্মকর্তা আসীফ মুনির। প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে না পারা বা এতে বাঁধা সৃষ্টির দায় এনজিও ও রোহিঙ্গাদের ওপরে চাপিয়ে দেয়া যৌক্তিক নয় এমনটি দাবি করেছেন বিশেষজ্ঞগণ। তাদের অভিমত হচ্ছে, রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করার জন্যে আন্তর্জাতিক পর্যায়ে যথাযথ পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে। #এসএস/বিবি/১২ ০৯ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি