বৈশ্বিক ঋণে নতুন রেকর্ড!

বৈশ্বিক ঋণে নতুন রেকর্ড!

ঋণের বোঝা বাড়ছে পৃথিবীজুড়ে। বৈশ্বিক ঋণ এবার ১৮৮ ট্রিলিয়ন ডলার হয়েছে। যা সর্বকালের সব রেকর্ড ভঙ্গ করেছে।
বৈশ্বিক ঋণ বৃদ্ধি নিয়ে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি জানান, এ মুহূর্তে বৈশ্বিক ঋণের পরিমাণ বেড়ে বিশ্বের অর্থনৈতিক উৎপাদনের দ্বিগুণেরও বেশিতে দাঁড়িয়েছে, যা সর্বকালের নতুন রেকর্ড সর্বোচ্চ।
ঋণবিষয়ক দুদিনের এক সম্মেলনে জর্জিয়েভা বলেন, মোট বৈশ্বিক ঋণের সিংহভাগের জন্য বেসরকারি খাত দায়ী। কিন্তু ঋণ বৃদ্ধি সরকার ও ব্যক্তিদের জন্য হুমকি হয়ে উঠতে পারে, যদি অর্থনীতি মন্থর হয়ে পড়ে। তিনি জানান, বৈশ্বিক ঋণের (সরকারি ও বেসরকারি) পরিমাণ সর্বকালের সর্বোচ্চ ১৮৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বৈশ্বিক উৎপাদনের প্রায় ২৩০ শতাংশ।
আইএমএফের তথ্যমতে, ২০১৬ সালে বৈশ্বিক ঋণ রেকর্ড ১৬৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল। এবার তা ছাড়িযে গেছে। তথ্যসূত্র: এএফপি


অর্থনীতি ডেস্ক, বিবি
Published at: শনি, নভেম্বর ৯, ২০১৯ ১০:২৪ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!