একশ গানের যাত্রা শুরু
জনপ্রিয় তিন সংগীতশিল্পী লুৎফর হাসান, নিশিতা বড়ুয়া ও মার্সেল এর উদ্যোগে গঠিত হলো সংগীতের নতুন প্লাটফর্ম ড্রপ বিট স্টুডিও। এ স্টুডিও থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রকাশিত হবে একশটি মৌলিক গান। এ উদ্যোগের প্রথম গান ‘সিঙ্গেল সিঙ্গেল’। লুৎফর হাসানের কথায় মার্সেলের সংগীতায়োজনে দ্বৈত গানটিতে কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান ও নিশিতা বড়ুয়া।গানের এমন উদ্যোগ প্রসঙ্গে ড্রপ বিট স্টুডিওর পক্ষে লুৎফর হাসান গ্লিটজকে বলেন, “একশ গানের আইডিয়াটা নিশিতার। আর মার্সেল যেহেতু খুব ভালো কাজ করছে, আমাদের বোঝাপড়াটা ভালো, তাই ভাবলাম এই আকালের যুগে আমরা অনেকগুলো মৌলিক গান করতেই পারি। যেগুলোতে আমাদের পাশাপাশি অন্য অনেকেই কণ্ঠ দেবেন। সেই ভাবনা থেকেই কাজ শুরু, গুছিয়েও এনেছি অনেকটাই। সম্প্রতি নিশিতা আর আমার দ্বৈত গান 'সিঙ্গেল সিঙ্গেল' এর শুটিং হয়ে গেলো।”নিশিতা বলেন, “১০০ গানের যাত্রা শুরু হলো। এ প্রকল্পটি নিয়েছেন লুৎফর হাসান ভাইয়া। আমাকে আর মার্সেলকে সম্মান জানিয়েছেন সংযুক্ত করে। আমরা সকল শিল্পীদের সাধুবাদের সাথে আমন্ত্রণ জানাব। কোন গান কোন শিল্পী গাইবেন একসাথে বসে সিদ্ধান্ত নেব। ”
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি