কোম্পানি নিবন্ধন অনলাইনে

কোম্পানি নিবন্ধন অনলাইনে

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, ব্যবসায় পরিবেশের উন্নয়নে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) কার্যক্রম পুরোপুরি অটোমেশনের আওতায় আনতে বর্তমানে বেশকিছু উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ আরজেএসসি পুরোপুরি ডিজিটাল ভার্সনে চলে যাবে, তখন কোন ডকুমেন্ট ম্যানুয়ালি দেয়া লাগবে না। একইসাথে কোম্পানি নিবন্ধন পুরোপুরি অনলাইনে পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
১৮ ডিসেম্বর শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত কোম্পানী আইন ১৯৯৪ এর সংষ্কার বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার।
সেমিনারে নির্ধারিত আলোচক ছিলেন অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশের সভাপতি মো. আব্দুর রহমান খান, আরজেএসসির রেজিস্ট্রার মো. আব্দুস সামাদ আল আজাদ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান, দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশের (আইক্যাব) সাবেক সভাপতি মো. শাহাদত হোসেন এবং ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. জাভেদ আখতার।
তপন কান্তি ঘোষ বলেন, অটোমেশন কার্যক্রম সম্পন্ন হলে সেবা প্রাপ্তির লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে আরজেএসসির শাখা অফিস স্থাপনের কোন প্রয়োজন হবে না। প্রস্তাবিত কোম্পানী আইনে দেশের এসএমই খাতের উদ্যোক্তাদের কিভাবে আরও বেশি সহযোগিতা করা যায়, তা নিরূপনের উপর গুরুত্বারোপ করেন তিনি।

#তমহ/বিবি/১৯ ১২ ২০২৩


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: রবি, নভেম্বর ১৯, ২০২৩ ১২:০৩ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!