বিএটি বাংলাদেশের ইজিএম
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ কোম্পানি লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে আজ বুধবার (২৯ মার্চ) সকাল ১০:৩০ মিনিটে কোম্পানির এই বিশেষ সাধারণ সভা (ইজিএম) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে কোম্পানির আর্টিকেল অফ এসোসিয়েশনের অনুচ্ছেদ ৭৭ সংশোধন অর্থাৎ কোম্পানির পরিচালনা পর্ষদের মোট পরিচালকের সংখ্যা পাঁচজনের কম নয় বা পনেরো জনের অধিক নয় যা কিনা বিশেষ সিদ্ধান্ত হিসাবে অনুমোদিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক আফতাব উল ইসলাম এফসিএ, অ নির্বাহী পরিচালক স্টুয়ার্ট কিড, অ নির্বাহী পরিচালক জাকিয়া সুলতানা, স্বতন্ত্র পরিচালক কে এইচ মাসুদ সিদ্দিকী, অ নির্বাহী পরিচালক সিরাজুন নূর চৌধুরী, অ নির্বাহী পরিচালক আবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনীম, অর্থ পরিচালক আমান মুস্তাফিজ ও কোম্পানি সচিব মো. আজিজুর রহমান এফসিএস।
২০২২ সালে কোম্পানিটি মূল্য সংযোজন কর বা ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর হিসাবে জাতীয় কোষাগারে ২৯ হাজার ৫৩০ কোটি টাকা রাজস্ব প্রদান করে, যা বিএটি বাংলাদেশকে দেশের সর্বোচ্চ করদাতার সম্মাননা প্রদান করেছে।
#তমহ/বিবি/৩০মার্চ২০২৩
Share with others:
Recent Posts
Recently published articles!
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
বিশ্ব ডেস্ক, বিবি