স্বাভাবিক লেনদেনে বড় পতন
পুঁজিবাজারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ফ্লোর প্রাইস উঠে গেছে গত সোমবার। দেড় বছরের বেশি সময় পর কোম্পানিটি স্বাভাবিক লেনদেনে ফিরে এলে শেয়ারের বড় দরপতন হয়। একইভাবে গতকাল মঙ্গলবারও শেয়ারটির সর্বোচ্চ দরপতন হয়েছে। এদিন শেয়ারটির দরপতন হয়েছে কমেছে ৭ শতাংশ বা ৩৯ টাকা। আর দুই কার্যদিবস মিলে বিএটিবির শেয়ারদর ১৪ শতাংশ বা ৭৯ টাকা কমে ৪৪০ টাকা ৮০ পয়সায় নেমে গেছে।
এছাড়া গতকাল মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার দ্বিগুণের বেশি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। ফলে কমেছে সবকটি মূল্যসূচক। তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। তবে সূচকে বড় ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমার প্রবণতা দেখা যায়। এতে লেনদেনের সময় আধা ঘণ্টা গড়ানোর আগেই সূচক ঋণাত্মক হয়ে পড়ে।
সূচকের এই ঋণাত্মক প্রবণতা লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। কারণ দাম বাড়ার তালিকায় থাকা শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। লেনদেনের শেষদিকে দাম কমার প্রবণতা বাড়ায় সূচকের বড় পতন দিয়েই শেষ হয় দিনের লেনদেন।
দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১০২টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ২৩২টির। আর ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট কমে ছয় হাজার ১৩১ পয়েন্টে নেমে গেছে।
#তমহ/বিবি/০৬ ০৩ ২০২৪
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি