আসছে ব্যাংক এশিয়ার বন্ড

আসছে ব্যাংক এশিয়ার বন্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসির পরিচালনা পর্ষদ ৮০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর মাধ্যমে ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে। ব্যাংকের টায়ার-২-এর অধীন মূলধন শক্তিশালীকরণের লক্ষ্যে এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করবে। সাত বছর মেয়াদি এই বন্ডটি হবে ফ্লোটিং রেট নন-কনভার্টিবল (রূপান্তর অযোগ্য) সাবঅর্ডিনেটেড বন্ড। এছাড়া বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ডটি ইস্যু করবে ব্যাংক এশিয়া।

‘এ’ ক্যাটেগরির ব্যাংক খাতের এ কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ১৬৫ কোটি ৯১ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার ৬৮০ কোটি ৪৮ লাখ টাকা। কোম্পানিটির মোট ১১৬ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৮৬০টি শেয়ার রয়েছে। ডিএসইর তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৫৩ দশমিক ২২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে।


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, জুন ৬, ২০২৪ ১:৩১ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!