আঞ্জুমান রাজবাড়ী শাখায় এ্যাম্বুলেন্স

আঞ্জুমান রাজবাড়ী শাখায় এ্যাম্বুলেন্স

আঞ্জুমান মফিদুল ইসলামের রাজবাড়ী শাখায় এ্যাম্বুলেন্স কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজবাড়ী শাখার বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ সেপ্টেম্বর রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী শাখার বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসক দিলসাদ বেগমকে বিশেষ সম্মান জানানো হয়। সভায় জেলা প্রশাসক একটি এ্যাম্বুলেন্স কেনার কথা জানান। এই এ্যাম্বুলেন্স কেনার জন্য স্থানীয় বিত্তশালীদের সহযোগিতাও কামনা করেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক ওয়াজিউল্লাহ মন্টু, এবিএম মঞ্জুরুল আলম দুলাল, চৌধুরী এহসানুল করিম হিটু, আবু দ্যাইয়া জাহাঙ্গীর, সাহিদা বেগম, গাজী নজরুলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। #এসএস/বিবি/১২ ০৯ ২০১৯


এনজিও ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, সেপ্টেম্বর ১২, ২০১৯ ১০:৪৬ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!