রুবলের উত্থান?
রাশিয়ার মুদ্রা রুবল গত সোমবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এর আগে গত ১৮ মাসের মধ্যে রুবলের মান ডলারের বিপরীতে সর্বনিন্ম পর্যায়ে নেমে যায়। খবর: রয়টার্স।
রাশিয়ায় এখনও বিদেশি মুদ্রার সংকট থাকলেও তেলের উচ্চমূল্যের কারণে রুবলের দাম বেড়েছে।
সোমবার ডলারের বিপরীতে রুবলের মান শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি ডলারে এখন ৯৯ দশমিক ৭৫ রুবল পাওয়া যাচ্ছে। কয়েক দিন আগে ডলারের দাম বেড়ে ১০২ দশমিক ৩৪ রুবলে উঠেছিল, যা ২০২২ সালের ২৩ মার্চের পর ছিল সর্বনিম্ন।
ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে হামলা চালানোর পর রুশ মুদ্রা রুবলের ব্যাপক দরপতন হয়। হামলার সপ্তাহ খানেক পর ডলারের বিপরীতে রুবলের দর ১২১ দশমিক ৫২ তে নেমেছিল।
এদিকে ডলারের পাশাপাশি অন্যান্য মুদ্রার বিপরীতেও রুবলের দর বেড়েছে। গতকাল ইউরোর বিপরীতে রুবলের দর বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ এবং ইউয়ানের বিপরীতে রুবলের দর বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ।
রুবলের দরপতন ঠেকাতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বাড়িয়েছিল। এর আগে গত আগস্টে ডলারের বিপরীতে রুবলের মান তিন অঙ্কের ঘরে উঠে গেলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক জরুরি ভিত্তিতে সুদের হার ৩৫০ ভিত্তি পয়েন্ট বাড়ায়। এছাড়া মুদ্রার দরপতন ঠেকাতে তারা আবার নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়ার কথা বলে। যদিও শেষমেশ তেমন কোনো ব্যবস্থা তারা নেয়নি।
এরপর গত মাসে সুদহার ১৩ শতাংশে উন্নীত করা হয়। বিশ্লেষকদের ধারণা, চলতি মাসের ২৭ তারিখে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক আবার নীতি সুদহার বাড়াতে পারে। ধারণা করা হচ্ছে, ডলারের বিপরীতে রুবলের মান ধারাবাহিকভাবে কম থাকলে রাশিয়ার দীর্ঘ মেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনা বিনষ্ট হবে।
রাশিয়ার অর্থ মন্ত্রণালয় আশা করছে, জ্বালানি বাবদ দেশটির রাজস্ব আয় বাড়বে। এ পূর্বাভাস সত্য হলে তেল কোম্পানিগুলোকে বিদেশি মুদ্রা বিক্রি বাড়াতে হবে। রপ্তানিকারকরা চলতি মাসের শেষ পর্যায়ের আগে বিদেশি মুদ্রার বিক্রয় সীমিত করবে, এমন সম্ভাবনা কম। অর্থাৎ চলতি সপ্তাহে রুবলের মান আবার ঘুরে দাঁড়াতে পারে।
#তমহ/বিবি/১১ অক্টোবর ২০২৩
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি