লেনদেন এক হাজার কোটি ছাড়িয়ে
সোমবার ২২ জানুয়ারি প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) সব মূল্য সূচকের উত্থান দেখা গেছে। এতে লেনদেন ছাড়িয়ে গেছে এক হাজার কোটি টাকা।
ফ্লোর প্রাইজ তুলে নেয়ার পর গতকাল প্রথম লেনদেনের দিন সূচকের পতনে লেনদেন শেষ হলেও, আজ তা কাটিয়ে আবারও উত্থানের মুখ দেখলো ডিএসই।
সূত্র অনুসারে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ডিএসইএস ৬ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮০ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক ১০ দশমিক ৪৫ পয়েন্ট হারিয়ে ২ হাজার ১৪৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৮৮ কোটি ৮ লাখ টাকা।
সোমবার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৭টি কোম্পানির, ১৪৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত।
#তমহ/বিবি/২২জানুয়ারি২০২৪
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি