আবার বাড়ছে সোনার দাম

আবার বাড়ছে সোনার দাম

কিছুদিন আগেই বেড়েছে সোনার দাম। এক মাস না পেরিয়ে যেতেই আবার বাড়ছে। সারা দেশে কাল বৃহস্পতিবার থেকে সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম হবে ৫৯ হাজার ১৯৫ টাকা ভরি। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছে।

জুলাই ও আগস্ট মাসে পাঁচ দফায় সোনার দাম প্রতি ভরি ৫০ হাজার ১৫৫ টাকা থেকে বেড়ে ৫৮ হাজার ২৮ টাকা হয়। গত সেপ্টেম্বর প্রতি ভরি সোনার দাম কমে ৫৬ হাজার ৮৬২ টাকা হয়েছিল। সর্বশেষ গত ২৪ নভেম্বর দাম বেড়ে পুনরায় ৫৮ হাজার ২৮ টাকা হয়।

জুয়েলার্স সমিতি বলছে, দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে। তাই জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটি দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

দর বৃদ্ধি পাওয়ায় কাল বৃহস্পতিবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫৯ হাজার ১৯৫ টাকা, ২১ ক্যারেট ৫৬ হাজার ৮৬২ টাকা এবং ১৮ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ৫১ হাজার ৮৪৬ টাকায়। তবে সনাতন পদ্ধতির সোনার দাম একই থাকছে, প্রতি ভরি ২৯ হাজার ১৬০ টাকা। একইভাবে রুপার দাম অপরিবর্তিত থাকবে, ভরি ৯৩৩ টাকা।

আজ বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫৮ হাজার ২৮ টাকা, ২১ ক্যারেট ৫৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেট ৫০ হাজার ৬৮০ টাকায় টাকায় বিক্রি হয়েছে। কাল থেকে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়ছে।

#এসএস/বিবি/১৮ ১২ ২০১৯


ব্যবসা ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, ডিসেম্বর ১৭, ২০১৯ ৮:২৪ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!