পাকিস্তান সীমান্তে ভারতের সাঁজোয়া যান মোতায়েন

পাকিস্তান সীমান্তে ভারতের সাঁজোয়া যান মোতায়েন

পাকিস্তানের সীমান্তে সাঁজোয়া যান মোতায়েন করতে যাচ্ছে ভারত। ২০০ সাঁজোয়া যানে থাকবে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র। পাঞ্জাব এবং রাজস্থানের পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় এ বহর মোতায়েন করা হবে। পুরো অঞ্চলটি জুড়ে নদী এবং খাল রয়েছে বলে এ মোতায়েনের মধ্য দিয়ে বাড়বে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা। খবর রুশ সংবাদমাধ্যম স্পুতনিকের।

রাস্তা বা সড়ক পথে ৫০০ এবং নদী বা খাল দিয়ে আড়াইশ কিলোমিটার টহল দেয়ার সক্ষমতা রয়েছে এ সব সাঁজোয়া গাড়ির। সব ধরনের রাসায়নিক, জৈব এবং পরমাণু দূষণ নির্ণয়ে সক্ষম আট চাকার এ গাড়ির সব চাকাই স্টিয়ারিং হুইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। একে এইট ডব্লিউডি বা ৮*৮ বলা হয়।

এতে ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র বা এটিজিম, ৩০ মিমি কামান এবং ৭.৬২ সম অক্ষের মেশিন গান বসানো থাকবে। কামান যে দিকে তাক করা হবে এটিও সেদিকে তাক হয়ে যাবে। পাশাপাশি কাঁধ থেকে ছোড়ার উপযোগী ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এতে সরবরাহ করার নির্দেশ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।


বিশ্ব ডেস্ক , বিবি
Published at: শুক্র, নভেম্বর ২৯, ২০১৯ ৩:৪৫ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!