বিপিএলের উদ্বোধন

বিপিএলের উদ্বোধন

বিপিএলের বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ঘোষণা করেন। এসময় চারদিক রঙিন হয়ে যায় আতশবাজির আলোয়। উদ্বোধনী ঘোষণায় শেখ হাসিনা বিপিএলের সঙ্গে জড়িয়ে থাকা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। বিশাল এ আয়োজনের সাফল্য কামনা করলেন ।

মিরপুরের আকাশে যখন আলোর ঝরনাধারা, তখন মঞ্চ কাঁপান জেমস। স্বকীয় গায়কিতে তাঁর জনপ্রিয় ‘সুলতানা বিবিয়ানা’, ‘মা’, ‘সুন্দরীতমা’, ‘চল চলে’ গান চারটি গেয়ে দর্শক মাতিয়ে বিদায় নিতেই আসেন উপমহাদেশের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম।

নিজের জনপ্রিয় গান তো ছিলই, সনু মুগ্ধ করলেন দুটি বাংলা গান গেয়ে। বাংলাদেশের মানুষের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে ভারতীয় তারকা শিল্পী গান ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ ও ‘শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি’ গান দুটি। প্রধানমন্ত্রী দারুণ উপভোগ করেন সনুর কণ্ঠে দুটি কালজয়ী বাংলা গান।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মঞ্চে আসেন ‘ডি রক স্টার’খ্যাত শুভ। তাঁর পরে আসেন রেশমি মির্জা।

রঙিন বর্ণিল অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্বটা শুরু হয় রাত সাড়ে ৯টার পর। তখন মঞ্চে উঠেন বলিউড তারকা সালমান খান ক্যাটরিনা কাইফ। তারকা শিল্পীদের পরিবেশনার ফাঁকে ফাঁকে থাকে ‘ফায়ার ওয়ার্ক’ আর ‘লেজার শো’।

#এসএস/বিবি/০৮ ১২ ২০১৯


জাতীয় ডেস্ক, বিবি
Published at: শনি, ডিসেম্বর ৭, ২০১৯ ৯:১৯ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!