এরশাদের আসনে বিএনপির ৫ প্রার্থী

এরশাদের আসনে বিএনপির ৫ প্রার্থী

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে ফাঁকা হওয়া রংপুর ৩ আসনে উপনির্বাচনে বিএনপির পাঁচজন প্রার্থী হতে চান ।

তারা হলেন রংপুর মহানগর বিএনপির সহসভাপতি কাওসার জামান বাবলা, মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা সাধারণ সম্পাদক রইসউদ্দিন, সদ্য প্রয়াত মহানগর সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন এবং ২০ দলীয় জোটের অন্যতম শরিক পিপলস পার্টি অব বাংলাদেশের (পিপিবি) চেয়ারম্যান রিটা রহমান।

আগামী ৫ অক্টোবর অনুষ্ঠেয় এই উপনির্বাচনে ৫ সেপ্টেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ৫ জন মনোনয়নপ্রত্যাশী তাদের ফরম সংগ্রহ করেন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলার পক্ষে দলের নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম মনোনয়পত্র সংগ্রহ করেন। প্রয়াত মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমান নিজেই ফরম কেনেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে।

রিজভী বলেন, “রংপুর ৩ আসনে উপ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি শুরু হল। আগামীকাল এই কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম জমা দেবেন। ৭ সেপ্টম্বর বিকাল ৫টায় গুলশান কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার হবে।”

মনোনয়ন ফরম কিনতে হচ্ছে ১০ হাজার টাকায়; ফরম জমা দেওয়ার সময় আরও ২৫ হাজার টাকা জমা দিতে হচ্ছে।

ঘোষিত সফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর।

এসএস/০৬ ০৯ ১৯/বিবি


রাজনীতি ডেস্ক, বিবি
Published at: সোম, সেপ্টেম্বর ৯, ২০১৯ ২:২৫ পূর্বাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!